
Para Teacher Salary in West Bengal:Consolidated Pay,EPF,PTAX
পশ্চিমবঙ্গের স্কুল ব্যবস্থা শ্রেণীকক্ষ সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্যারা শিক্ষকদের উপর ব্যাপকভাবে নির্ভর করে। শিক্ষকদের সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্যারা শিক্ষকরা কত আয় করেন এবং তারা কী কী সুযোগ-সুবিধা পান আমরা আজ এই নিয়ে আলোচনা করবো.
Role of Para Teachers in West Bengal
প্যারা শিক্ষকরা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কর্মরত সহায়ক কর্মী। তারা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, ছাত্র তত্ত্বাবধান এবং প্রশাসনিক কাজে শিক্ষকদের সহায়তা করেন। নিয়মিত শিক্ষকদের মতো, শ্রেণীকক্ষ পরিচালনার জন্য তারা অপরিহার্য। পশ্চিমবঙ্গের প্যারা শিক্ষকরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড।
West Bengal Primary Para Teacher Salary and West Bengal Upper Primary Para Teacher Salary
প্যারা টিচার হলেন এমন শিক্ষক যাঁরা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়ে রাজ্যের বিভিন্ন প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান করেন। তাঁরা স্থায়ী নন, কিন্তু রাজ্য সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট মাসিক সম্মানীর (Honorarium) মাধ্যমে কাজ করে থাকেন।
West Bengal Primary Para Teacher Salary:
Recruitment Board = Samagra Sikha Mission
Post Name = Para Teacher ( Primary)
Department = School Education
Consolidated Pay = 11,255/- Per Month (January 2025 অনুযায়ী)
Deduction For PTAX = 110/-
Deduction For EPF = 1,351/-
Total Deduction = 1,461/-
Total Net Pay = 9,794/- Per Month (January 2025 অনুযায়ী)
West Bengal Upper Primary Para Teacher Salary :
Recruitment Board = Samagra Sikha Mission
Post Name = Para Teacher ( Primary)
Department = School Education
Consolidated Pay = 14,632/- Per Month (January 2025 অনুযায়ী)
Deduction For PTAX = 110/-
Deduction For EPF = 1,756/-
Total Deduction = 1,866/-
Total Net Pay = 12,766/- Per Month (January 2025 অনুযায়ী)
অন্যান্য সুবিধা :
উৎসব ভাতা (Festive Allowance)
PF সুবিধা (যদি প্রযোজ্য হয়)
স্বাস্থ্যবীমা প্রকল্প (Swasthya Sathi)
প্রশিক্ষণের সুযোগ (DIET ও অন্যান্য প্রশিক্ষণ সংস্থা থেকে)
পার্শ্বশিক্ষকের স্যালারি আলোচনা Conclusion :
প্যারা টিচাররা কম বেতনে বহু সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে। তাঁদের স্যালারি আরও বৃদ্ধি পাওয়া উচিত, যাতে তাঁরা সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা পান।
আপনি যদি একজন প্যারা টিচার হন বা এই বিষয়ে আগ্রহী হন, তাহলে আমাদের ব্লগ সাবস্ক্রাইব করুন বা নিচে কমেন্ট করে মতামত জানান।
Check Out for More
Important link –
https://udiseplus.gov.in/
https://banglarshiksha.wb.gov.in/