WBBSE Class 6th Science Very Important Question and Answer

WBBSE Class 6th Science Very Important Question and Answer

WBBSE Class 6th Science Very Important Question and Answer, MOCK TEST EXAM

ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাজেশন MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6th Science Questions and Answers

  1. একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. একটি পরজীবী উদ্ভিদ হল স্বর্ণলতা।

  1. স্ট্রেপটোমাইসেস কী? (এক কথায় উত্তর দাও)

Ans. স্ট্রেপটোমাইসেস হল একপ্রকার উপকারী ব্যাকটেরিয়া।

  1. যক্ষ্মার জীবাণু কোথায় বাসা বাঁধে? (এক কথায় উত্তর দাও)

Ans. যক্ষ্মার জীবাণু ফুসফুস, হাড় ও নানা অঙ্গে বাসা বাঁধে।

  1. উকুন একটি বহিঃপরজীবী প্রাণী। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? (এক কথায় উত্তর দাও)

Ans. ম্যালেরিয়ার জীবাণু যকৃৎ, লোহিত রক্তকণিকা ইত্যাদি স্থানে বাসা বাঁধে।

  1. _________দূরে দূরে ছড়িয়ে পড়ায় গাছের সুবিধা হয়৷ (শূন্যস্থান পূরন করো)

Ans. বীজ

  1. যে ঘটনাগুলি প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না, সেগুলো আমাদের_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. অভিপ্রেত

  1. কীটনাশক বা ছত্রাকনাশকের কাজ দ্রুত করার জন্যই তা_________করা হয়। (শূন্যস্থান পূরন করো)

Ans. স্প্রে

  1. সমুদ্রের জলের ঢেউ—এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা? (এক কথায় উত্তর দাও)

Ans. সমুদ্রের জলের ঢেউ একটি অপর্যাবৃত্ত ঘটনা, কারণ এটি নির্দিষ্ট সময় অন্তর আসে না।

  1. আতসবাজির বিস্ফোরণ কী ধরনের পরিবর্তন? (এক কথায় উত্তর দাও)

Ans. আতসবাজির বিস্ফোরণ একটি রাসায়নিক পরিবর্তন।

  1. DDT একপ্রকার রাসায়নিক সার। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. তোমার বাড়িতে মা দুধ থেকে ছানা কাটালেন–এটি কী ধরনের পরিবর্তন? (এক কথায় উত্তর দাও)

Ans. আমার বাড়িতে মা দুধ থেকে ছানা কাটালেন-এটি রাসায়নিক পরিবর্তন।

[the_ad id=”4722″]

  1. পিতল _________এবং_________র মিশ্রণ। (শূন্যস্থান পূরন করো)

Ans. তামা, দস্তা

  1. সোডিয়াম ধাতু জলের চেয়ে হালকা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

WBBSE Class 6th Science Very Important Question and Answer

  1. সোডিয়াম-এর ল্যাটিন নাম কী? (এক কথায় উত্তর দাও)

Ans. সোডিয়াম-এর ল্যাটিন নাম ন্যাট্রিয়াম (Natrium)।

  1. বাতাসের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. বায়ুতে উপস্থিত চারটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. বায়ুতে উপস্থিত চারটি নিষ্ক্রিয় গ্যাস হল—হিলিয়াম, নিয়ন, আর্গন ও ক্রিপটন।

  1. যৌগিক পদার্থের স্বাধীন কণাটি হল_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. অণু

  1. ট্রাক ও বাস চালানোর জন্য কোন প্রকার জ্বালানি ব্যবহার করা হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. ট্রাক ও বাস চালানোর জন্য ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

  1. মাটির যত গভীরে যাওয়া যায়, চাপ ও উষ্ণতার ক্ষেত্রে কী পরিবর্তন লক্ষ করা যায়? (এক কথায় উত্তর দাও)

Ans. মাটির যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা ততই বাড়তে থাকে।

  1. জল লাগতে থাকলে চকচকে লোহার জিনিসে কীরকম লালচে রঙের_________পড়ে। (শূন্যস্থান পূরন করো)

Ans. মরচে

  1. ধাতুর জিনিস জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়, এমন একটি সংকর ধাতুর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. ধাতুর জিনিস জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়, এমন একটি সংকর ধাতুর নাম রাংঝাল।

  1. লোহা আর সামান্য কার্বন মিশিয়ে_________তৈরি করা হয়। (শূন্যস্থান পূরন করো)

Ans. ইস্পাত

  1. কয়লার প্রধান উপাদান_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. কার্বন

  1. আয়তনের দুটি প্রচলিত এককের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. আয়তনের দুটি প্রচলিত একক হল—ঘনসেন্টিমিটার ও লিটার।

  1. তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক হল_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. আয়তনের একক

[the_ad id=”4722″]

  1. ওজন কী প্রকার রাশি? (এক কথায় উত্তর দাও)

Ans. ওজন একটি লব্ধ রাশি।

  1. পরিমাপ বলতে কী বোঝ? (এক কথায় উত্তর দাও)

Ans. কোনো নিদিষ্ট ও স্বীকৃত নিয়ম মেনে কোনো ভৌত রাশি মাপার পদ্ধতিকেই পরিমাপ বলা হয়।

  1. 1 দিন = কত মিনিট? (এক কথায় উত্তর দাও)

Ans. 1 দিন = 1440 মিনিট।

  1. SI-তে আলোর তীব্রতার একক কী? (এক কথায় উত্তর দাও)

Ans. SI -তে আলোর তীব্রতার একক হল ক্যান্ডেলা।

  1. কাজ করার সামর্থ্যই হল শক্তি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. স্থির বা অচল বস্তুর অবস্থাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. স্থির বা অচল বস্তুর অবস্থাকে স্থিতি বলে।

  1. সকল প্রকার শক্তি শেষ পর্যন্ত তাপশখিতে রূপান্তরিত হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে কী বস্তু বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে।

  1. স্থির বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. পোড়াচুন আর জলের মধ্যে_________বিক্রিয়া হয়। এর ফলে_________উৎপন্ন হয়। (শূন্যস্থান পূরন করো)

Ans. রাসায়নিক, তাপ

  1. কোনো গতিশীল গ্যাস বা তরল, যে স্থানে বেশি বেগ নিয়ে চলে, সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কেমন হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. কোনো গতিশীল গ্যাস বা তরল, যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।

WBBSE Class 6th Science Very Important Question and Answer

[the_ad id=”4722″]

  1. বায়ুর চাপ মাপা হয়_________যন্ত্রের সাহায্যে। (শূন্যস্থান পূরন করো)

Ans. ব্যারোমিটার

  1. 1 কিলোপাঙ্কাল = কত পাঙ্কাল? (এক কথায় উত্তর দাও)

Ans. 1 কিলোপাস্কাল = 1000 পাস্কাল।

  1. বারনৌলির নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য? (এক কথায় উত্তর দাও)

Ans. যে-কোনো গতিশীল গ্যাস বা তরলের ক্ষেত্রে বারনৌলির নীতিটি প্রযোজ্য।

  1. চাপের একটি বড়ো একক হল_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. কিলোপাস্কাল

  1. নদী বাঁধের তলদেশ সাধারণত চওড়া হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. মেয়েদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায়_________ বছর বয়সে। (শূন্যস্থান পূরন করো)

Ans. 17-18

  1. লালারসে উপস্থিত কোন উপাদান জীবাণু ধবংস করে? (এক কথায় উত্তর দাও)

Ans. লালারসে উপস্থিত লাইসোজাইম জীবাণু ধবংস করে।

  1. পাকস্থলীতে অবস্থিত_________অ্যাসিড জীবাণু ধবংস করে। (শূন্যস্থান পূরন করো)

Ans. হাইড্রোক্লোরিক

  1. পঞ্জর পেশি কোথায় থাকে? (এক কথায় উত্তর দাও)

Ans. পঞ্জর পেশি আমাদের পাজরের ফাঁকে থাকে।

  1. হৃৎপিণ্ড কোথায় থাকে? (এক কথায় উত্তর দাও)

Ans. মানুষের হৃৎপিন্ড মূলত বুকের মাঝখানে বক্ষাস্থি ও শিরদাড়ার মাঝের অংশে অবস্থিত।

  1. বেশি ওজন বিশিষ্ট ব্যক্তির দেহভর সূচক কত? (এক কথায় উত্তর দাও)

Ans. বেশি ওজন বিশিষ্ট ব্যক্তির দেহভর সূচক হল 25 থেকে 30-র মধ্যে।

  1. এমন একটি যন্ত্রের নাম করো যে যন্ত্রে তৃতীয় শ্রেণির দুটি লিভার একসঙ্গে কাজ করে। (এক কথায় উত্তর দাও)

Ans. চিমটেতে তৃতীয় শ্রেণির দুটি লিভার একই আলম্বে যুক্ত থেকে একত্রে কাজ করে।

  1. নলকূপের হাতল একটি প্রথম শ্রেণির লিভার। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. কোল্ড ড্রিংস-এর বোতলের ঢাকনি খোলার জন্য ব্যবহৃত হয়_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. বটল ওপেনার

  1. কপিকল একটি_________যন্ত্র। (শূন্যস্থান পূরন করো)

Ans. সরল

  1. সেলাই মেশিন একটি সরল যন্ত্র। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. দ্বিতীয় শ্রেণির লিভারে আলম্ব ও বলের প্রয়োগবিন্দুর মাঝামাঝি জায়গায় থাকে বাধা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. শ্যাওলা মসজাতীয় উদ্ভিদ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. আমাদের সবার শরীর যেসব ছোটো ছোটো ঘর বা কুঠুরি দিয়ে তৈরি, তাদের বলা হয়_________। (শূন্যস্থান পূরন করো)

Ans. কোশ

  1. মস-জাতীয় গাছের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। (এক কথায় উত্তর দাও)

Ans. মস-জাতীয় গাছেদের কোনো ফুল, ফল হয় না।

[the_ad id=”4722″]

  1. তারামাছের সারা গায়ের ত্বকে_________থাকে। (শূন্যস্থান পূরন করো)

Ans. কাঁটা

  1. ঢেঁকিশাক কী জাতীয় উদ্ভিদ? (এক কথায় উত্তর দাও)

Ans. ঢেঁকিশাক ফার্ন-জাতীয় উদ্ভিদ।

  1. একাইনোডার্মাটা-র ত্বক কীরূপ? (এক কথায় উত্তর দাও)

Ans. একাইনোডার্মাটার ত্বক কণ্টকযুক্ত, অর্থাৎ সারা গায়ের ত্বকে কাটা থাকে।

  1. সাপ মানুষের সামনে পড়ে নিজেকে বিপদগ্রস্ত মনে করলে প্রথম_________দেখিয়ে সতর্ক করে। (শূন্যস্থান পূরন করো)

Ans. ভয়

  1. বাঘ অল্প আলোতে মানুষের থেকে ছয়গুণ ভালো দেখতে পায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. আমাদের আশেপাশে আমরা সাধারণত কোন কোন জাতের কাককে দেখতে পাই? (এক কথায় উত্তর দাও)

Ans. আমাদের আশেপাশে আমরা সাধারণত দুই জাতের কাক দেখতে পাই—পাতিকাক এবং দাঁড়কাক।

  1. হাতির দল আসলে একটা_________ । (শূন্যস্থান পূরন করো)

Ans. পরিবার

  1. পৃথিবীতে স্থলবাসী সর্বাপেক্ষা বড়ো প্রাণীর নাম কী? (এক কথায় উত্তর দাও)

Ans. পৃথিবীতে স্থলবাসী সর্বাপেক্ষা বড়ো প্রাণীর নাম হাতি।

  1. ভারতবর্ষে যে হাতিরা থাকে তাদের এক একটার ওজন কম করে_________কিলোগ্রাম। (শূন্যস্থান পূরন করো)

Ans. দু-হাজার

  1. _________সার তৈরির মাধ্যমে কঠিন জৈব আবর্জনার অনেকাংশ ফিরে পাওয়া যায়। (শূন্যস্থান পূরন করো)

Ans. কম্পোস্ট

  1. পুরসভা বা পঞ্চায়েতের ডাস্টবিন থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Ans. পুরসভা বা পঞ্চায়েতের ডাস্টবিন থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম ভাঙা লাইট।

  1. দৈনন্দিন জীবনে ব্যবহারের পর ফেলে দেওয়া বাতিল পদার্থসমূহকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. দৈনন্দিন জীবনে ব্যবহারের পর ফেলে দেওয়া বাতিল পদার্থসমূহকে বর্জ বা বর্জ্য পদার্থ বলে।

  1. গৃহস্থালির উনুন ও গ্যাস বার্নার থেকে নির্গত ধোঁয়া কীজাতীয় বর্জ্য পদার্থ? (এক কথায় উত্তর দাও)

Ans. গৃহস্থালির উনুন ও গ্যাসবার্নার থেকে নির্গত ধোয়াগ্যাসীয় বর্জ্য পদার্থ।

WBBSE Class 6th Science Very Important Question and Answer

  1. যে-কোনো বর্জ্যের নির্দিষ্ট ওজন আছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

[the_ad id=”4722″]

  1. গৃহস্থালির ঘর ধোয়া ও কাপড় কাচার ফলে উৎপন্ন নোংরা জল কী জাতীয় বর্জ্য পদার্থ? (এক কথায় উত্তর দাও)

Ans. গৃহস্থালির ঘর ধোয়া ও কাপড় কাচার ফলে উৎপন্ন নোংরা জল তরল বর্জ্য পদার্থ।

WBBSE Class 6th Science Very Important Question and Answer, MOCK TEST EXAM
mocktestexam

Leave a Reply

4 × 3 =